How to Install APEX with Oracle 11g

আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে Oracle Database 11g এর সাথে Oracle APEX ইন্সটল করবেন। মনে রাখবেন APEX ইন্সটল করতে হলে আপনার ডাটাবেজ ভার্সন 11g বা তার উপরে হতে হবে। প্রথমেই এই লিঙ্ক থেকে APEX এর সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করে নিন। আমি নতুন টেবিলস্পেসে APEX ইন্সটল করে দেখাব, আপনি চাইলে ডাটাবেজের ডিফল্ট টেবিলস্পেসও (SYSAUX) ইন্সটল দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক।

  • ডাউনলোড করা জিপ ফাইলটি আনজিপ করে আপনার লোকাল ড্রাইভে রাখুন।
  • Connect sys as sysdba from your SQL*Plus.
  • Now create a tablespace for APEX, for example-
CREATE TABLESPACE APEX
DATAFILE 'C:oradataorclAPEX_0425.dbf' SIZE 300M
EXTENT MANAGEMENT LOCAL
SEGMENT SPACE MANAGEMENT AUTO;
  • Create a temporary tablespace,  for example-
CREATE TEMPORARY TABLESPACE TEMP_02
TEMPFILE 'C:oradataorclTEMP_0425.dbf' SIZE 100M;
  • এবার কমান্ড প্রম্পট থেকে APEX Directory তে প্রবেশ করুন। এবং এখান থেকে SQL*Plus এ কানেক্ট করুন।

কমান্ড প্রম্পট (CMD) থেকে APEX Directory তে প্রবেশ করার জন্য  CD C:apex লিখুন ,
এবং এসকিউএলে প্রবেশ এর জন্য APEX ডিরেক্টরি থেকে sqlplus লিখে এন্টার দিন।

  • Connect sys as sysdba from apex directory.
  • Run following script and wait 20+ minutes.
     @apexins.sql APEX APEX TEMP_02 /i/
  • Again Connect sys as sysdba from APEX and run the following script
    @apex_epg_config.sql C:
    @apxldimg.sql C:
  • Unlock following user
ALTER USER ANONYMOUS ACCOUNT UNLOCK;
ALTER USER ANONYMOUS IDENTIFIED BY 123;
ALTER USER APEX_PUBLIC_USER ACCOUNT UNLOCK;
ALTER USER APEX_PUBLIC_USER IDENTIFIED BY 123
  • Set APEX connection port
    EXECUTE DBMS_XDB.sethttpport(8080);
  • Confirm your port-
    SELECT DBMS_XDB.gethttpport FROM DUAL;
  • Create administration service –
    @apxchpwd
    Password must contain one uppercase, one lowercase, special character and
    Length minimum 8 character.

 app1

এখানে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলবে। আপনার পছন্দমত পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড অবশ্যই আপার কেস, লোয়ার কেস এবং নিউমেরিক মিলিয়ে দিতে হবে। সফলভাবে পাসওয়ার্ড দেয়া হলে http://127.0.0.1:8080/apex URL টি  আপনার ব্রাওজার দিয়ে ওপেন করুন। ওয়ার্কস্পেস এর নাম দিন internal ও ইউজারনেম দিন admin আথবা আপনার দেওয়া ইউজারনেম এবং আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন। Admin workspace এ ঢুকে প্রথমেই একটি ওয়ার্কস্পেস ও একটি ইউজার তৈরি করে নিন। এবার আপনার তৈরি করা ওয়ার্কস্পেস এ কানেক্ট করে শুরু করে দিন অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ………… Happy Apexing!

 

4 thoughts on “How to Install APEX with Oracle 11g”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.