ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন আরও সহজে

আমরা ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরণের টুল ব্যবহার করে থাকি। যেমন সফটওয়ার, প্লাগইন কিংবা এক্সটেনশন ইত্যাদি। আমি আজকে দেখাব কিভাবে কোন সফটওয়ার, প্লাগইন কিংবা এক্সটেনশন ছাড়ায় ইউটিউব থেকে ভিডিও

ডাউনলোড করা যায়। এছাড়া এর মাধ্যমে প্রায় যেকোনো ওয়েব সাইটের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমেই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটির ঠিকানায়(URL) যান। এবার ঐ URL এর এর প্রথমে দুইটা এস (ss) যুক্ত করুন এবং এন্টার দিন। যেমন যদি আপনার URL হয় (http://www.youtube.com/watch?v=Ppf-UA36ljE) তাহলে দুইটা এস যুক্ত করে হবে (http://www.ssyoutube.com/watch?v=Ppf-UA36ljE)


এন্টার দেবার পর নিম্নের মত উইন্ডো আসবে।


এখান থেকে আপনার কাঙ্ক্ষিত রেজুলেশনে সিলেক্ট করুন। তাহলে নিম্নের মতো ডাউনলোড শুরু হবে। 


এছাড়া সেভ ফ্রম নেট এর হোমপেজ এ গিয়ে ডাউনলোড বক্সে অন্যান্য ওয়েবের ভিডিও লিঙ্ক দিয়ে অনুরূপ পদ্ধতিতে ভিডিও ডাউনলোড করা যাবে।