.:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.

   শা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি গুগল আমাদের কত উপকারী বন্ধু। যেকোন কিছু সে খুজে দিতে পারে সেকেন্ডের মাঝে। কিন্তু গুগল কিন্তু অনেক রসিক। তাহলে চলুন আজকে গুগলের সাথে কিছু রসিকতা করে আসি !!

১. গুগল গ্র্যাভিটিঃ ► www.google.com এ যান।
 ► সার্চ বক্সে Google Gravity লিখে I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।

কি দেখলেন?? অভিকর্ষের জোরে সব নিচে চলে গেলো তাইনা?

২. গুগল হ্যাকারঃ

► www.google.com এ যান।
 ► সার্চ বক্সে Google Hacker লিখে I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
গুগল সার্চ হয়ে গেলো সম্পুর্ণ লিট ভাষায়।


৩. এপিক গুগলঃ
► www.google.com এ যান।
 ► সার্চ বক্সে Epic Google লিখে I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।

এইবার গুগল আপনার দিকে এগিয়ে আসবে !!

৪. বিরক্তিকর গুগলঃ
এবার Annoying Google লিখে  I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
 গুগল মামাকে তো এতক্ষন অনেক বিরক্ত করলেন। এইবার সেই আপনাকে বিরক্ত করে ছাড়বে

৫. গুগলে প্যাকম্যান গেইমঃ
► Google Pacman লিখে আবার  I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
 গুগল লোগো হয়ে গেলো ছোট্ট প্যাকম্যান গেইম!! খেলতে থাকুন আর সাথে সার্চ করতেও থাকুন……

৬. গুগল ডিগবাজীঃ
► www.google.com এ যেয়ে Do a barrel roll টাইপ করে এন্টার চাপুন।
 এবার গুগলের সাথে সাথে আপনিও ডিগবাজী খান !! :p

৭. গুগল ডাইনোসরঃ
গুগলকে ডিগবাজী খাওয়ালেন?? মিয়া আপনার সাহস তো কম না? এবার দেখেন গুগল মামা রেগে ডাইনোসর হয়ে গেছে…
 ► Dinoogle লিখে সার্চ দিয়ে  I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন অথবা প্রথম সার্চ রেজাল্টে ক্লিক করুন।

৮. বাকা গুগলঃ
এবার Tilt লিখে সার্চ মারেন। Askew লিখে সার্চ দিলেও এটা হবে। কিছু কি টের পাইছেন?

৯. হ-য-ব-র-ল গুগলঃ
► Google Sphere লিখে সার্চ করে প্রথম রেজাল্টে যান অথবা I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
 সবকিছু উলটপালট হয়ে গেলো তাইনা??

১০.ভঙ্গুর গুগলঃ
► Zerg Rush লিখে সার্চ করুন।
 কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পারবেন ভাঙ্গাভাঙ্গি কারে কয় !!! 

১১. উলটা গুগলঃ
 Google কে উলটা করলে কি হয়? elgoog লিখে  I’m Feeling Lucky বাটনে ক্লিক করেন !!
 কেমন লাগলো উলটা গুগল?

১২. পলাতক গুগলঃ
► Weenie Google লিখে আবার সেই I’m Feeling Lucky বাটনে ক্লিক !!
 তাড়াতাড়ি করেন। গুগল পালিয়ে যাওয়ার আগেই সার্চ করতে হবে কিন্তু !!!!!

১৩. গুগল লোকোঃ
 ► Google Loco লিখে আবার I’m Feeling Lucky বাটনে ক্লিক/১ম সার্চ রেজাল্টে ক্লিক!!
 কি দেখলেন কমেন্টে বলুন

১৪. রঙ্গিন গুগলঃ
এইবার আসেন দেখে আসি গুগলের রঙ্গিন রূপ !!
 ► Google Rainbow লিখে আবার I’m Feeling Lucky বাটনে ক্লিক/১ম সার্চ রেজাল্টে ক্লিক করুন।

১৫. কিউট গুগলঃ
জানতে চান কে সবচাইতে কিউট?
 তাইলে I’m Feeling Lucky তে ক্লিক মারেন Who’s the cutest লিখে।

১৬. গুগল ক্যালকুলেটরঃ
গুগলকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এজন্য ইকুয়েশন লিখে সার্চ করুন। যেমনঃ 2+2, 5*7 ইত্যাদি লিখে সার্চ বাটনে চাপ দিন।

১৭. গুগল ঘড়িঃ
যেকোন স্থানের সময় জানতে চান? তাহলে time লিখে সেই দেশের নাম বা শহরের নাম লিখে সার্চ দিন।

১৮. বাইনারী গুগলঃ
Binary লিখে সার্চ করুন। আপনার লেখার একটু নিচে খেয়াল করুন। About 0b1001010011000101111100000000 results দেখাবে বাইনারী সংখ্যায় 

১৯. জীবনের হিসাবঃ
The answer to life, the universe and everything লিখে সার্চ করুন। কি উত্তর দেখলেন?? আজব তাইনা?

২০. জ্যামিতিক ভালোবাসাঃ
গুগলকে ভালোবেসে থাকলে sqrt(cos(x))*cos(300x)+sqrt(abs(x))-0.7)*(4-x*x)^0.01, sqrt(6-x^2), -sqrt(6-x^2) from -4.5 to 4.5 এটি লিখে সার্চ করেন। গুগল আপনাকেও ভালোবাসে দেখলেন তো?? <3

২১. গুগল ডসঃ
► Google Terminal লিখে  I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
 এবার ডস মোডে গুগলও চলবে !

২২. গুগল ভুতঃ
 ► Googoth লিখে  I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
 দেখবেন গুগলের ভৌতিক রূপ !!!

 ২৩. সাগরতলের গুগলঃ
এইবার এখানে যানঃ http://www.google.com.hk/intl/zh-CN/landing/shuixia/
যারা সাতার জানেন না তার কিন্তু সাবধান !!

তো গুগল মামার সাথে অনেক মজা হলো তাইনা?? এবার দয়া করে গুগলকে একটু বিশ্রাম নিতে দেন! 

এরকম আরো অনেক ট্রিক রয়েছে। আপনি আরো ট্রিকস জেনে থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন।

(মূল লেখাটি এখানে, ক্রেডিটঃ মোতাব্বিরের কাগু)

6 thoughts on “.:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.”

  1. I don’t even know the way I ended up here, but I thought
    this put up was once great. I do not realize who you
    might be but definitely you are going to a famous blogger in the event you aren’t already.
    Cheers! I saw similar here: Sklep online

  2. Can I just say what a comfort to find an individual who actually understands what they’re talking about over
    the internet. You certainly understand how to bring an issue to
    light and make it important. More and more people really need
    to look at this and understand this side of your
    story. I was surprised that you’re not more popular since you definitely have the gift.
    I saw similar here: Dobry sklep

  3. Howdy! Do you know if they make any plugins to assist with Search Engine
    Optimization? I’m trying to get my blog to rank for some targeted
    keywords but I’m not seeing very good gains.
    If you know of any please share. Many thanks! You can read similar article here: Dobry sklep

  4. Hello! Do you know if they make any plugins to assist with Search
    Engine Optimization? I’m trying to get my blog to rank for some targeted keywords but
    I’m not seeing very good results. If you know of any please
    share. Kudos! You can read similar article here: E-commerce

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *